বিনোদন প্রতিবেদক :
অসম্ভবকে সম্ভব করাই তার কাজ বলছিলাম, চিত্রনায়ক অনন্ত জলিলের কথা। তার হাত ধরে দেশের সিনেমায় প্রথম ডিজিটালের ছোঁয়া লেগেছিল। যিনি প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সিনেমাকে বিশ্ব বাজারে তুলে ধরতে।
তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক একটি প্রজেক্টে যুক্ত হচ্ছেন এই চিত্রনায়ক। নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের “দ্য লাস্ট হোপ” শিরোনামে একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অনন্ত। নতুন সিনেমার গল্প কার রেসিংয়ের। তবে মজার বিষয় হলো, অনন্তর অন্য সব ছবির মতো এটিতে তাকে প্রযোজনায় দেখা যাবে না। ‘দ্য লাস্ট হোপ’ নরওয়ের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবে পাকিস্তান ও চীন।
এ চিত্রনায়কের সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপক আল-আরাবী জানান, ছবিটির নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবেন এ চিত্রনায়ক। এতে বাংলাদেশ থেকে অনন্ত জলিলের স্ত্রী অভিনেত্রী বর্ষারও অভিনয়ের কথাবার্তা চলছে।
জানা গেছে, “দিন- দ্য ডে” ও “নেত্রী- দ্য লিডার” সিনেমার শুট চলাকালে তার সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি বংশোদ্ভূত নরওয়ের এই প্রযোজকের। বিশ্বব্যাপী করোনা-পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই এর শুটিং শুরু হবে।