ঐশ্বরিয়া সম্পর্কে আশ্চর্য তথ্য দিলেন অভিষেক

বিনোদন

বিনোদন ডেস্ক :
বলিউডের ছবিগুলোতে নায়কের তুলনায় নায়িকারা কম পারিশ্রমিক পান। তবে ব্যতিক্রমও আছে, সেই বিষয়টি নতুন করে সামনে এসেছে।
ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলিউডে বহু বছর ধরেই সমান পরিশ্রম করা সত্ত্বেও ছবিতে অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা অনেকটাই বেশি টাকা পান।
অর্থাৎ একটি বড় বাজেটের ছবিতে একজন নায়ক যে পারিশ্রমিক পান, সেই একই ছবির নায়িকা তার তুলনায় অনেকটাই কম পারিশ্রমিক পান।
কঙ্গনা রানাওয়াত থেকে তাপসী পান্নু অনেকেই এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন বারবার।
তবে অভিষেক বচ্চন উল্টোটা বললেন। ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে সুজিত সরকারকে এ প্রসঙ্গে অভিষেক জানিয়েছিলেন, তিনি এবং তার স্ত্রী ঐশ্বর্য একসঙ্গে কাজ করেছেন ৯টি ছবিতে। এর মধ্যে ৮টি ছবিতেই অভিষেকের তুলনায় ঐশ্বরিয়ার পারিশ্রমিকের অঙ্কটা অনেকটাই বেশি ছিল।
বিস্ফোরক তথ্য দিয়ে অভিষেক আরো বলেন, “পিকুু” ছবিতে দীপিকার সঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন ও ইরফান খানও। কিন্তু সব থেকে বেশি টাকা পেয়েছিলেন দীপিকাই।
তার যুক্তি— দিনের শেষে ছবির ব্যবসায় যে বেশি ‘বিক্রয়যোগ্য’ তার ‘মূল্য’ তত বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.