কক্সবাজারে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের বাস খাদে পড়ে নিহত ৪

দুর্ঘটনা

বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

৭ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান।

নিহতদের মধ্যে একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি ৩ জনের নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশ।

নিহত ঝর্ণা বেগম (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।

এসআই আনিছুর বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে বাস চাপায় এক নারীসহ ৪ নিহত এবং অন্তত ২০ আহত হয়েছেন।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেন হাইওয়ে পুলিশের এ ইনচার্জ।

নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশের পাশাপাশি চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.