বাহাদুর চৌধুরী :
ভোলা জেলায় বিভিন্ন এলাকায় ঝরের প্রভাবে বসতঘর সহ গাছপালা ও জমির ফসল লন্ড ফন্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ছে,
দ্বীপ জেলা ভোলায় আজ ৬ই মে রোজ বুধবার সকালেই বন্যা ও বৃষ্টি হানা দেয়।এ হানা ভোলা বাসির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভোলা বাংলাবাজার সহ চরফ্যাশন হাজারীগঞ্জ ও বিভিন্ন এলাকা।
করোনা ভাইরাসের মহামারিতে এই বন্যায় বিশেষ করে হাজারীগঞ্জ এর অনেক কৃষক কোন ত্রান পায়নি,,তাই আমরা ভোলা বাসী সরকারি উপরোক্ত কর্মকর্তাদের এর সদয় দৃষ্টি কামনা করছি।