কুড়িগ্রাম রাজারহাটে তিস্তার তীরে ভাঙ্গন রোধ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

অন্যান্য

আনিসুর রহমান,কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর অব্যাহত ভাঙন ঠেকাতে ও নদী সংস্কার সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সোমবার (০৬ সেপ্টেম্বর)১২ ঘটিকায় মানববন্ধনে কয়েক’শ মানুষ অংশ নেন। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম মৌজায় তিস্তা নদীর ধারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: তুহিন ওয়াদুদ, বিশিষ্ট সাংবাদিক সফি খান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম কানু, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এসএ বাবলু, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহুবর রহমান, স্থানীয় বাসিন্দা ওয়াজেদ আলী সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রæত সময়ে তিস্তার ভাঙ্গন প্রতিরোধে মেগা প্রকল্প বাস্তবায়ন করাসহ ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে বাসস্থান তৈরীপূর্বক কর্মসংস্থান সৃষ্টি করে দেয়ার জোর দাবী জানিয়েছেন। অপরদিকে গত ৫ সেপ্টেম্বর বিকেলে ওই স্থানে তিস্তার ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। গত তিন সপ্তাহের ব্যবধানে তিস্তার প্রবল ভাঙ্গনে ঘড়িয়ালডাঙ্গা ইউপির গতিয়াশাম মৌজার বেশীরভাগ এলাকা সমূহের বসতবাড়ি, পাকা রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-ব্যবসা প্রতিষ্ঠান তিস্তার গর্ভে চলে গেছে। ভাঙ্গন আতংকে রয়েছে পার্শ্ববর্তী পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের বসতবাড়ি। বর্তমান ভাঙ্গন আতংকে তিস্তা নদীর তীরবর্তী মানুষজনের নির্ঘুম রাত কাটছে।

Leave a Reply

Your email address will not be published.