বিশেষ প্রতিনিধি :
করোনায় আক্রান্ত হয়ে নিহত দেশের প্রথম পুলিশ সদস্য জসিম উদ্দিনের পরিবারকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ডিএমপি পুলিশ কুমিশনার সফিকুল ইসলামের পক্ষ থেকে গতকাল শনিবার বিকেলে নিহতের গ্রামের বাড়িতে নগদ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে নিহত দেশের প্রথম পুলিশ সদস্য জসিম উদ্দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনে কর্মরত ছিলেন। সেখানে আক্রান্তের পর গত ২৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল। ডিএমপি কমিশনার সফিকুল ইসলাম নিহত পুলিশ সদস্যর পরিবারের আসন্ন ঈদুল আযহার কথা মনে রেখে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম এর কাছে আর্থিক অনুদানটি প্রেরণ করেন। গতকাল শনিবার পুলিশ সুপারের নির্দেশে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড়োমোজাম্মেল হক পিপিএম অনুদানের টাকা নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন। এসময় নিহতের স্ত্রী ও তার মা টাকা গ্রহণ করেন। এসময় নিহতের শিশু সন্তানদের উপহার সামগ্রীও দেওয়া হয়। হস্তান্তরের সময় বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির আইসি মোঃ আজিজুল বারী,এসআই নন্দন চন্দ্র সরকার,এসআই জিয়াউদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।