কুমিল্লায় শবে বরাতে খাবার বিতরণ নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে খাবার বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মাসুক মিয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে খাবার বিতরণকে কেন্দ্র করে মাসুক মিয়ার সঙ্গে প্রতিবেশী নাসিরের কথা কাটাকাটি হয়। এনিয়ে রবিবার সন্ধ্যা ৭টার দিকে ফের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

এসময় নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা মাসুককে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.