বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার আলেখারচর ময়নামতি পাইকারি ঔষধ মার্কেটের “কেয়ার এন্ড কিউর “নামক ফার্মেসিতে গোপন সূত্রের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেয়ার এন্ড কিউর নামক ফার্মেসীতে প্রচুর পরিমাণে নকল ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। কেয়ার এন্ড কিউর এর সত্ত্বাধিকারীর একই মার্কেটে আরও পাঁচটি গোডাউন রয়েছে। যাতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ও বাজেয়াপ্ত ঔষধ মজুদ পাওয়া যায়।
উক্ত অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এবং র্যাব ১১ এর সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, স্কোয়াড কমান্ডার সিনিয়র এ এস পি মহিতুল ইসলামের নেতৃত্বে যৌথ প্রযোজনায় পরিচালিত হয়। এই অভিযানে নকল ও অনুমোদনহীন ঔষধের শাস্তিস্বরূপ নগদ আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, আমাদের ঔষধ ভেজাল নিরসন কল্পে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এরূপ প্রতারণামূলক ভেজাল ঔষধ সরবরাহে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।