কুমিল্লার চৌদ্দগ্রামে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

অন্যান্য

মোঃখোরশেদ আলম :
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ সকালে) সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অ্যান্ড ইমপ্রুভড মাইগ্রেশন গভর্নেন্স- প্রত্যাশা’ প্রকল্পের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আকতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহ উদ্দিন প্রমুখ।

ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের কুমিল্লা জেলা আরএসসি ম্যানেজার শুভাশিষ দেবনাথ এর সার্বিক দিক নির্দেশনায় ও কুমিল্লা জেলা আরএসসি কাউন্সিলর ওসমান গনির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক অনুপ্রেরণা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুর রহিম, প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম উপজেলা ফিল্ড অর্গানাইজার জসিম উদ্দীন, চৌদ্দগ্রাম পৌর সচিব হারুনুর রশিদ, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরাম সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক আবু নোমান, দপ্তর সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য বেলায়েত হোসেন তনু, সাংবাদিক আবু বকর সুজন, মনোয়ার হোসেন, শাহিন আলম, খোরশেদ আলম, আহসান উল্লাহ্, মীরু, প্রত্যাশা প্রকল্পের বরুড়া উপজেলা ফিল্ড অর্গানাইজার গোলাম রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিদেশ ফেরত অভিবাসীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.