বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুরের আলোচিত জনি হত্যা মামলার এজহার নামীয় চার আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ । রবিবার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক এর নেত্বেতে পুলিশ পরিদর্শক (তদন্ত )মোঃ বিল্লাল হোসেন ,পুলিশ পরিদর্শক (অপারেশন )এস এম আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানার মামলা নং ۔৮৬ তাং ২৩/০২/২০২০ইং ধারা ৩০২// ৩৪ পেনাল কোর্ড এর এজহার নামীয় আসামি ۔১।।মোঃ সোহেল (২২) পিতা মোঃ জাহাঙ্গীর সাং উত্তর গাংচর ২।।মোঃ রাজীব (২১) পিতা মোঃ হাসান মিয়া ,সাং পুরাতন চৌধুরীপাড়া (হোমিও কলেজ সংলগ্ন )৩।।মোঃ হৃদয় ,(২৩)পিতা মৃত লোকমান সাং পুরাতন চৌধুরীপাড়া (হোমিও কলেজ সংলগ্ন )৪/ রফিক (২২) পিত ইদ্রিস মিয়া সাং পুরাতন চৌধুরীপাড়া (হোমিও কলেজ সংলগ্ন,সর্ব থানা কোতোয়ালি মডেল থানা ,জেলা কুমিল্লা ,কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছেন । প্রকাশ থাকে যে গত ২৩/০২//২০২০ইংতারিখ ভোর ০৫۔۔ ৩০ মিনিটে পাওনা টাকার জের ধরে বর্ণিত আসামীরা ভিকটিম মৃত শফিকুল ইসলাম জনি কে তার বসত ঘর হতে ডেকে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা অন্তর্গত চানপুর গ্রামের চান মিয়া পারিবারিক কবরস্থান সংলগ্ন বনফুল গলির মুখে মারধর করতে থাকে । একপর্যায়ে আসামি সাগর তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে জনির বুকের নিচের অংশে ছুরিকাঘাত করে ছুরিটি ভিতরে প্রবেশ করিয়ে দেয়।। স্থানীয় লোকজন জনিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে অবস্থা বেগতিক দেখে ঢাকায় প্রেরণ করা হয়।। ঢাকা যাওয়ার পথে জনের মৃত্যু হয়।। গ্রেফতারকৃত আসামিরা মামলার ঘটনার কথা স্বীকার করেছে।। অন্যান্য আসামীদের পুলিশি অভিযান অব্যাহত আছে ।