হালিম সৈকত, কুমিল্লা :
কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিতাস উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।
এছাড়া মাছিমপুর আর আর ইনস্টিটিউশন ২০১৮ ও ২০১৯ সালে পর পর দুই বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল। ২০১৬ সালে ফলাফলের ভিত্তিতে তিতাস উপজেলায় প্রথম হয়েছিল এবং শিক্ষা মন্ত্রনালয় থেকে ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পেয়েছিল।
১৯৩০ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন মাছিমপুর গ্রামের কৃতি সন্তান শ্রী রাজবিহারী পোদ্দার। তিনি এই অঞ্চলে অন্ধকারে আলো জ্বালিয়েছেন। মাহফুজুর রহমানের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আলম সরকার, সাবেক সভাপতি বিবেকানন্দ পোদ্দার বিবু, অভিভাবক সদস্য ও কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল ও সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব।