কুমিল্লার তিতাসে গাছের সাথে এ কেমন শত্রুতা

অপরাধ

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
কুমিল্লার তিতাস উপজেলায় এক ব্যবসায়ীর ফল বাগানের ২৫ টি উন্নত জাতের আম, কাঁঠাল, লিচু, পেঁপে, জামরুল, পেয়ারা গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৩ নং বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোঃ তারেকুল ইসলামের দাবি, কিছু দুর্বৃত্ত আমার সাথে না পেরে গাছের সাথে শত্রুতা করেছে। আমি তো কারো ক্ষতি করি না। পারলে মানুষের উপকার করি না হলে চুপ থাকি।

শুক্রবার সরেজমিনে জানা গেছে, নাগেরচর গ্রামের সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেকুল ইসলাম শখের বসে প্রায় ৪০ শতাংশ জমিতে একটি বাগান করেছে। শত্রতাবশত আমার বাগানটির ক্ষতি করেছে। আমি সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি।

বাগান মালিক মোঃ তারেকুল ইসলাম জানান, গাছগুলোর বয়স প্রায় ১ বছর। আগামী মৌসুমে গাছগুলো থেকে ফলন পাওয়া যেত । শত্রুতা থাকলে আমার সাথে, কিন্তু গাছের সাথে আবার কেমন শত্রুতা !

তিতাস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জানান, তাদের সাথে কারো শত্রুতা থাকতে পারে,কিন্তু গাছগুলো কি অপরাধ করল ! এমন ঘটনা এলাকায় প্রায় ঘটছে সঠিক বিচার হলে এমন ঘটনা আর ঘটবে না দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.