কুমিল্লার তিতাসে সিয়াম হত্যায় জড়িত ৮ আসামী গ্রেফতার

অপরাধ

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
কুমিল্লা জেলার তিতাসে সিয়াম হত্যায় জড়িত ৮ আসামীকে আটক করেছে তিতাস থানা পুলিশ। ১০ ঘন্টার মধ্যেই ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করতে সক্ষম হয় তিতাস থানা পুলিশ।

নিহত সিয়ামের বাবা হেলাল বাদী হয়ে ৮ জনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করে তিতাস থানায়। আটকৃত আসামীরা হলো
১। সাকিব হোসেন (১৯), পিতা-জয় মিয়া, ২। নাজমুল হাসান (১৯), পিতা-নাজির হোসেন, ৩। জোনায়েদ ইসলাম শুভ (১৭), পিতা-নাজির হোসেন, ৪। মোঃ সাইমুম মিয়া (১৯), পিতা-শফিক মিয়া, ৫। মাসুম বিল্লাহ @ রনি (১৯), পিতা-আওলাদ হোসেন, সর্ব সাং-ব্রাহ্মনচর (নোয়াগাঁও), ৬। ওমর ফারুক (১৯), পিতা-নুরুল হক, ৭। জুনায়েদ আহম্মদ @ সৌরভ (১৯), পিতা-আবুল কাশেম, উভয়সাং-বালুচর, ৮। মুকুল আহমেদ @ রাব্বি (১৭), পিতা-হেলাল, সাং-করিমাবাদ, সর্বথানা-মেঘনা, জেলা-কুমিল্লা।
আজ বিকেল ৩ টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধিন চন্দ্র দাস বলেন, প্রেম ঘটিত কারণেই হত্যাকান্ড ঘটে। প্রথমে হাতাহাতি ঘটে। পরে আসামী শাকিব ও নাজমুল গাজীপুরস্থ ভাড়াবাসা থেকে ছুরি এনে পেছন দিক থেকে ঢুকিয়ে দেয়। অন্য আসামীরাও যোগ দেয়। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তারা ৮ জনই দাখিল পরীক্ষা দিচ্ছিলো।

Leave a Reply

Your email address will not be published.