হালিম সৈকত-তিতাস(কুমিল্লা)থেকে :
যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মধ্যে দিয়ে কুমিল্লার তিতাসে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) তিতাস উপজেলা পরিষদ মাঠে স্থাপিত স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু ম্যাুড়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্যাপন শুরু হয়।৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।পরে উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে উপজেলা প্রশাসন, তিতাস থানা পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা পরিষদ মাঠে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল ঢালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান,তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁন,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সিকদার নিজাম, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন আহমেদ, মো.মোবারক হোসেন,হাজী মহসিন আলী, মো.জয়নাল আবেদীন, শহিদুল্লাহ,মোবারক হোসেন,
কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূঁইয়া খোকা,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ূন কবির কাজল, সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো.ইউনুস মিয়া,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।