কুমিল্লার দেবিদ্বারে হায় হায় কোম্পানির প্রতারক চক্রের ৫ সদস্য আটক

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হায় হায় কোম্পানির ৫জন প্রতারক চক্রকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

সরেজমিনে জানা যায় স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগের কথা বলে ১৮০ জন নারীর কাছ থেকে ৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে প্রায় সাড়ে ৩তিন লাখ টাকা হাতিয়ে নেয় বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার লিমিটেড ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনন্সুরেন্স লিমিটেড নামের প্রতারক চক্রটি।

অভিযোগ সুত্রে জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার ফুলগাছ তলার ভূইয়া কমিউনিটি সেন্টার’টি ভাড়া নিয়ে বুধবার দুপুরে বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার লিমিটেড ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনন্সুরেন্স লিমিটেড নামের প্রতারক চক্রটি অনুষ্ঠান করে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগের কথা বলে ১হাজার ৭শত ৫০ টাকা করে ১৮০ জন লোক থেকে প্রায় সাড়ে ৩তিন লাখ টাকা হাতিয়ে নেয়। ওই খবর সাংবাদিকরা শুনে ঘটনাস্থলে গেলে ভোক্তভুগিরা হইহুলুর করতে থাকে একপর্যায়ে প্রতারক চক্রের কোম্পানির এমডি পরিচয় দেয়া ঢাকার ঠিকানা ব্যবহার কারি শাহ-জামাল পালিয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানার এস আই ইখতিয়ার।

পুলিশ ঘটনাস্থলে গেলে সাংবাদিক ও ভুক্তভোগী সহযোগিতায় প্রতারনা চক্রের ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো- নড়াইল জেলার লোহাগাড়া থানার বারইগড়া গ্রামের মোঃ মন্নু শেখ ছেলে মোঃ সেলিম শেখ(৩৫), ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর ছেঢ়রি গ্রামের রতন দাস ছেলে সবুজ দাগ গুপ্ত(৩৮), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামের মৃত হাবিব উল্লাহ ছেলে মোঃ রবিউল্লাহ(৬০), একই উপজেলার রামপুর গ্রামের মৃত মফিজুল ইসলাম ছেলে মোঃ বদিউল আলম(৪০), রামপুর গ্রামের মৃত মফিজুল ইসলাম ভূঁইয়া ছেলে মোঃ মাহাবুব আলম ভূঁইয়া(৫৭) কে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী নাসরিন আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করনে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন , প্রতারনা চক্রের বিরুদ্ধে নাসরিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.