কুমিল্লার ময়নামতি ইউপি চেয়ারম্যান প্রার্থীর আত্মবিশ্বাস আমি বিগত দিনে কাজ করেছি পাস করবো ইনশাআল্লাহ

রাজনীতি

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউপি চেয়ারম্যান প্রার্থী লালন হায়দার অসম্ভব আত্মবিশ্বাসী ব্যতিক্রমি নির্বাচন করছেন পোষ্টার ব্যানার মাইকিং ছাড়াই নির্বাচনী মাঠ,লালন হায়দার জানান,আমি বিগত দিনে মানুষের জন্য কাজ করেছি ,মানুষ যদি আমাকে চায় তাহলে আমার প্রচার প্রচারণা লাগবেনা আমি এমনিতেই পাস করবো ইনশাআল্লাহ I

সরেজমিনে দেখা যায় পুরো ইউনিয়নের কোথাও এখনো একটি পোষ্টার ব্যানার মাইকিং চোখে পড়েনি, তফসিল ঘোষণার পর থেকে এখনো এলাকার মানুষ দেখিনি হুন্ডা বা লোকজনের বিশাল বহর ও মিছিল মিটিং I

লালন হায়দার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,পোষ্টার ব্যানার মাইকিংয়ের অতিরিক্ত খরচ না করে সে টাকায় ইউনিয়নের জনবহুল এলাকায় টিউবওয়েল এবং টয়লেট নির্মাণ করে দিলে মানুষ ভোট দিক বা না দিক সওয়াব তো অবশ্যই পাবো,
তিনি যে নিঃসন্দেহে বর্তমান ভোটের বাজারে একজন সেরা পলিটিক্যাল এবং মানবিক মানুষ তা সবার মুখে মুখে তার প্রশংসার জোয়ারে ভাসছেন। ময়নামতি ইউপি এলাকার অনেকেই গন-মাধ্যমকে জানান, এরকম জনপ্রিয় হওয়ার জন্য টাকা বা ক্ষমতা নয় তার মতো চিন্তাধারার মানুষই যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published.