কুমিল্লার লালমাইয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর

অন্যান্য

প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ১০ টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
মুজিববর্ষে ‘ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সরকারি খাস জমি উদ্ধার করে সমাজের মূলধারার মানুষের সাথে ভূমিহীন ও গৃহহীন জলবায়ু উদ্বাস্তু, ক্ষুদ্র‍্য নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ হিজড়া,ভিক্ষুক,কুষ্ঠ রোগী,কয়লা খনীর শ্রমিক,পরিচ্ছন্নতা কর্মী,চা শ্রমিক,ভূমিহীন কৃষক,ছিন্নমূল, প্রতিবন্ধী,অতি দরিদ্র নারী ও ছাত্র – ছাত্রী, বেদে,দলিত,হরিজনসহ সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্যেও জমির মালিকানাসহ সেমিপাকা ঘর দেওয়া হয়। উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের জামির মৌজায় ভূমিহীন ও গৃহহীন ১০ টি পরিবারকে ভূমি মালিকানার দলিল ও সেমিপাকা গৃহের চাবি হস্তান্তর করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি মালিকানার দলিল ও সেমিপাকা গৃহের চাবি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধনের পর লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগীদের হাতে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত এ ঘরের জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ওজনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক , সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ কুমিল্লার বাগমারা জোনাল অফিসের ডিজিএম খোরশেদ আলম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুল মালেক, ভূলইন দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.