কুমিল্লা সদর প্রতিনিধি :
একজন অসহায় প্যারালাইজড বাড়ির মালিক ও রেহাই পায়নি তাদের অনৈতিক বিদ্যুৎ বিল থেকে। কুমিল্লা শহরের “মগবাড়ি চৌমুনীর আমেনা’ ল” বাড়িটির চারটি মিটারের মধ্যে একটি মিটারের প্রেরিত বিদ্যুৎ বিলের চিত্র তুলে ধরা হলো-
অদ্য ১৭/৫/২০২০ তাং মিটার (ডিসপ্লেতে) রিডিং
৩৩৩৮।
প্রেরিত বিলে বর্তমান রিডিং-৫/৪/২০–৪০০০
অতিত রিডিং–১০/৩/২০–৩৬২৫=৩৭৫ ইউনিট। অথচ অদ্যকার মিটারে ৩৩৩৮ আছে।
তার মানে- গত দুই মাসে উক্ত মি: ৬৬২ ইউনিট অতিরিক্ত দেখানো হইয়াছে যাহা সম্পূর্ন অযুক্তিক।
কুমিল্লা বিদ্যুৎ বিভাগ কি খেলছে ? সাধারণ জনগণের সাথে। এটার দায়ভার নিবে কে।???
দেশের এই ক্রান্তিকালে সবাই যখন অসহায় হয়ে, পড়েছে সাধারণ মানুষের কাঁধে, চাপিয়ে দেয়া হলো ডাবল বিল, এ কেমন নিসঠুরতা ? এটা কি কোন প্রতিকার নাই না তারা যেভাবে বিল করবে আমরা যারা সাধারন জনগন আছি এভাবেই বিল পরিশোধ করে যেতে হবে বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা ঘরে বসেই নিজের ইচ্ছা মতে বেলপেপার তৈরি করেন এটা কি আপনাদের নৈতিকতার মধ্যে পড়ে কিনা সাধারণ জনগণের প্রশ্ন আপনাদের কাছে।
কুমিল্লায় মনগড়া বিদ্যুৎ বিলে দিশেহারা সাধারণ মানুষ।
বিদ্যুৎ মন্ত্রী আপনি কোথায় জনগণকে মারতে না এই মহামারিতে জনগণকে বাঁচাতে ? প্রশ্ন সাধারণ মানুষের