শাহ ফয়সাল কারীম :
কুমিল্লায় এক পোষাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম মোঃ আজাদ (২৪)। সে
পেশায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। আজ শুক্রবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর
দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী।
অভিযোগের সূত্র মতে, কুমিল্লা ইপিজেডের একটি পোষাক কারখানায় চাকরী করেন সীমা আক্তার (১৬) ( ছদ্মনাম)। গত বুধবার অফিস
ছুটি শেষে বাড়ী যাওয়ার পথে ইপিজেডের ১নং ফটক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় উঠেন সীমা। তার বাড়ী নগরীর দিশাবন্দ এলাকায়। পথে কালিকাপুর চৌমহুনী এলাকায় হঠাৎ করে অটোরিক্সাটি থামিয়ে চালক আজাদ বলেন অটোরিক্সাটি নষ্ট হয়ে গেছে। এ সময় ভাড়া
দিতে গেলে চালক আজাদ যাত্রী সীমাকে জাপটে ধরেন। এ সময় ধর্ষনে ব্যর্থ হয়ে সীমাকে গলা চেপে ধরে। এতে সীমার চোখ দিয়ে রক্ত বের হয়।
আহত সীমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার কিশোরীর মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অটোরিক্সা চালক মোঃ আজাদকে গ্রেফতার করে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ।
অভিযুক্ত মো. আজাদ নগরীর ২০ নং ওয়ার্ডের উনাইসার গ্রামের সেলিম মিয়া ও পেয়ারা বেগমের ছেলে।সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেবাশীষ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোর মা থানায় অভিযোগ
করলে ইপিজেড পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে প্রেরণ করলে বিচারক মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী আসামী আজাদকে কারাগারে প্রেরণ করেন।