কুমিল্লায় ইস্টার্ণ প্লাজায় ডাকাতির সময় আটক ৪

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা নগরীর অভিজাত বিপণি বিতান ইস্টার্ন প্লাজায় ঢুকে দোকানের তালা ও সাটার ভেঙে ডাকাতির চেষ্টাকালে চারজনকে আটক করে পু’লিশে দিয়েছে জনতা।শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। মার্কেটের দোকানিরা জানান, রাতo নয়টায় তারা দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় মার্কেটের নিচ তলায় কাপড়ের দোকানগুলোতে ৭/৮ জনের একটি সংঘব’দ্ধ ডাকাত দল দুর্ধর্ষ ডাকাতির প্রস্তুতি শুরু করে।একে একে তারা পাঁচটি দোকানের তালা ভেঙে নগদ টাকা লু’টপাট শুরু করে। এ সময় নিরাপত্তা কর্মীরা টের পেয়ে চিৎকার শুরু করলে মার্কেটের উপরের তলার দোকান মালিক, কর্মচারী ও আশেপাশের লোকজন এসে চারজনকে আ’টক করে
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেতা সেজে মার্কেটে অবস্থান নেয় ডাকাত দলের সদস্যরা। অল্প সময়ের মধ্যে তারা মীম বস্ত্র বিতান, নীহা শাড়ী বিতান, বঙ্গশ্রী শাড়ী বিতান, ফ্যাশন বিডি, উর্মি বস্ত্র বিতান নামের পাঁচটি দোকানের তালা কেটে নগদ টাকা পয়সা লুটে নেয়।গণপিটুনিতে আটক চারজনই গুরুতর আহত হয়। রাত ১০টার দিকে কোতয়ালী মডেল থা’না এসআই ইমাম হোসেনসহ পুলিশ এসে তাদের উ’দ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এস আই ইমাম জানান, খবর পেয়ে জনতার হাতে আটক ডাকাত দলের চার সদস্যকে আমরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.