কুমিল্লায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না থাকলেই গুনতে হবে জরিমানা

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার দিনভর কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনায় আজ কুমিল্লা মহানগরী, আলেখার চর ও ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সম্প্রতি কুমিল্লা জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যথাযথভাবে গণপরিবহনে স্বাস্হ্যবিধি প্রতিপালিত হচ্ছে কিনা, পথচারী ও দোকান-পাটে ক্রেতা- বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৫ টি মামলায় মোট ১৮,৪০০/- ( আঠারো হাজার চারশো ) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা পৃথা ও মোহাম্মদ গোলাম মোস্তফা।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ ও আনসারের সদস্যবৃন্দ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.