হালিম সৈকত :
বায়ু ও শব্দ দূষণ মুক্ত পরিবেশ ও সুস্থ জীবনের আহ্বানে কুমিল্লায় অনুষ্ঠিত হলো সাইকেল র্যালিতে নগর পদক্ষিণ কর্মসূচী।
২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল থেকে শুরু হয়ে রাজগঞ্জ, ফৌজদারী, পুলিশ লাইন্স, কান্দিরপাড় হয়ে কুমিল্লা প্রেসক্লাবে এসে শেষ হয় র্যালিটি
র্যালির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি।
পরে কুমিল্লা প্রেসক্লাব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার পরিবেশের নানা সমস্যা নিয়ে কথা বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম, বিজ্ঞান মঞ্চের ফারজানা আক্তার, গ্রীণ ভয়েস এর সুশান্ত চক্রবর্তী, সায়মা আক্তার শিখা ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ রিয়াদ প্রমুখ। সভাপতিত্ব করেন গ্রীণ ভয়েস কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক হালিম সৈকত।
সাইকেল র্যালিতে অংগ্রহণ করেন জেসি সরকার, এ এস এম ফয়সাল, আহসান হোসেন, পপি আক্তার, মহসিনা আক্তার মৃদুলা, সুরাইয়া খন্দকার নিশি, রবিউল হাসান, আসফিকুর রহমান, আল আমিন, শাকিল আলম অপু, ছালেহ মুসা, মোঃ জুয়েল, বাপ্পা রায় শান্ত, জহিরুল ইসলাম, শাহ আলম ও আসাদুল হক প্রমুখ।