কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে। সকালে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এর পর শ্রদ্ধা জানান,
সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরার(অবঃ) অাবু তাহের,কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম,মহানগর অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অারফানুল হক রিফাত,যুবলীগের অাহবায়ক অাব্দুল্লাহ অাল মাহমুদ সহিদ,কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোঃ আমিনুল ইসলাম টুটুল, প্রদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসানসহ বিভিন্ন দপ্তর প্রধান, সরকারী বেসরকারী কর্মকর্তাগন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ কুমিল্লা সুশীল সমাজের ব্যক্তিবর্গগন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শতাধিক কোরঅান হাফেজদের দ্বারা কোরঅান খতম ও দোয়া সহ নানা অায়োজনে পালন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়।