কুমিল্লা প্রতিনিধি :
কোতয়ালী মডেল থানা,কুমিল্লা কর্তৃক সম্প্রতিক সময়ের সব থেকে বড় মাদকের চালান আটক: গতকাল ১৬ আগস্ট ভোর ৫.৪৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক কায়সার হামিদ এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়ন সংলগ্ন দৌলতপুর মাজারের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে একটি ছোট পিকআপ থেকে পিকআপ ভর্তি ৮০( আশি) কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। আসামীরা হলো- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপু ইস্পাহানি হবিরবাড়ি এলাকার হাবিবুর রহমানের পুত্র মোঃ রিপন (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আউলিয়াপুর গ্রামের মৃত আশরাফ আলী পুত্র মোঃ রাশেদ খান।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর সাংবাদিকদের বলেন- কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম স্যার নির্দেশে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিক-আপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক বিক্রেতাদের সঙ্গে কোন আপোষ নয়, যেখানেই মাদক বিক্রি হবে পুলিশ কে জানালে সেখান থেকে মাদক কারবারীদের নির্মূল করা হবে।