কুমিল্লা আদর্শ সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেআরা বকুল করোনায় আক্রান্ত

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী হোসনেআরা বকুল প্রাতিষ্ঠানিক কর্মব্যস্ততা’র মাঝে এবার নিজে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন,শরীরের তাপমাত্রা উঠানামা করার একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে নমুনা পরিক্ষায় প্রাথমিক ভাবে করোনা পজেটিভ প্রমানিত হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন।মার্চ মাসে শুরু হওয়া করোনার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রনোদনা কার্যক্রম ও উপজেলা পরিষদের ইউনিয়ন,গ্রাম ভিত্তিক কার্যক্রম মনিটরিং ও বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শন কাজে স্থানীয় এমপি কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ,ক,ম,বাহাউদ্দিন বাহার ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুলের নির্দেশনা অনুসারে নিয়মিত রুটিন ওয়ার্ক দায়িত্ব পালনের মাঝেই করোনায় আক্রান্ত হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে থাকা নিবেদিত এই রাজনৈতিক নেতা ।প্রশাসনিক কাঠামোর একজন নিরলস সহকর্মী হয়ে ইউএনও সহ সকল দ্বপ্তরের কাজের প্রতিও তিনি সময়নিষ্ট একজন মানুষ। তার পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন কুমিল্লা সদর -৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ,ক,ম,বাহাউদ্দিন বাহার এম পি,আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা আখতার, ফোরামের সাধারন সম্পাদক হোসনেআরা বকুলের দ্রুত আরোগ্য কামনার জন্য ফোরামের সকল সদস্যদের প্রতি আহবান জানান।তিনি আশাবাদ ব্যক্ত করেন,কর্মবীর হোসনেআরা বকুল সুস্থ হয়ে আবার নতুন উদ্যোমে কাজে ফিরে আসবেন।এ ছাড়া তাঁর রোগমুক্তি কামনা করেছেন দৈনিক ডাক প্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান,নির্বাহী সম্পাদক মোঃ হাবিব আল জালাল।এডভোকেট বকুলের জন্য আরো সুস্হতা কামনা করছেন মহানগর আওয়ামী লীগ,সদর উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবক লীগ,ছাত্রলীগ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.