কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ২০শয্যার করোনা ইউনিট উদ্বোধন করলেন এমপি বাহার

স্বাস্থ্য

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা বেসরকারী ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিশ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে।
আজ২১এপ্রিল দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা (৬)সদর আসনের তিন তিন বারের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ফিতা কেটে ইউনিটটির উদ্বোধন করেন। কলেজ অধ্যক্ষ ডাঃ কলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. শাহ মোঃ সেলিম,কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোস্তাফা কামাল আজাদ, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, কলেজের পরিচালক ডাঃ মুজিবুর রহমানসহ অন্যান্যরা। হাসপাতালটিতে ৩০টি বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু ও যথা শ্রীঘ্রই আইসিও বেড স্থাপন করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য,কুমিল্লা তিনটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের সিদ্ধান্তের পর প্রথম এই হাসপাতালে করোনা ইউনিট চালূ করা হলো।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.