রফিকুল ইসলাম :
কুমিল্লা চান্দিনায় দেড় হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
বরিবার(২৬ জুলাই) রাত সাড়ে দশটার সময় মটর সাইকেলযোগে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের সময় চান্দিনা মোকাম বাড়ি এলাকা থেকে দুই ইয়াবা
পাচারকারী কে আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত মটর সাইকেলের ফিল্টার বক্স থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন চান্দিনা থানার এস আই নোমান হোসেন।
আটককৃত পাচারকারীরা হল- চান্দিনা কেরনখাল ইউনিয়নের মন্তারহাটখোলা গ্রামের সহিদুল ইসলামের ছেলে মটর সাইকেল মেকার,মোঃ মাহফুজ (২৫) ও একই উপজেলার পৌরসদরের পল্লী বিদ্যুত রোডের হেলাল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল সুজন(২৬)।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত সুকৌশলে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা পাচারকরে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মটর সাইকেলের ফিল্টার বক্স থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।