কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

রাজনীতি

এম শাহীন আলম :
আগামী ১৭ অক্টোবর কে ঘিরে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে কুমিল্লার আওয়ামীলীগ অনেক নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। গতকাল ৭ সেপ্টেম্বর(বুধবার) পর্যন্ত রাজধানীর ধানমন্ডিস্হ আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে ৭ জন আওয়ামী লীগের মনোয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

আজ ৮ সেপ্টেম্বর ফরম সংগ্রহের শেষ দিন। কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ২ হাজার ৪৯ জন পুরুষ ভোটার এবং নারী ভোটার রয়েছেন ৬২৭ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের,সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান বাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী আকবর, ঔষধ প্রশাসনের সাবেক ডিজি মেজর জেনারেল অব. মোস্তাফিজুর রহমান এবং শহর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.