কুমিল্লা নগরীতে জীবনুনাশক ছিটিয়ে পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধন করেন এমপি বাহার

অন্যান্য

কুমিল্লা মহানগর প্রতিনিধি :
কুমিল্লা নগরীতে জীবনুনাশক ছিটিয়ে পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। “করোনা ভাইরাস” সংক্রামন প্রতিরোধে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ফায়ার সার্ভিস ও কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে জীবনুনাশক ছিটানো ও পরিচ্ছন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
জীবনুনাশক ছিটানো ও পরিচ্ছন্ন কর্মসূচী উদ্বোধন শেষে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এমপি বাহার। এ সময় সাংবাদিকদের কাছে তিনি “করোনা ভাইরাস” সংক্রামন প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হোম কোয়ারেন্টাইন, সামাজিক দূরুত্ব নিশ্চিত করা ও ঘরে থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এমপি বাহার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য বলেন। তিনি বলেন, আমরা সকলে সচেতন হলেই এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো, তাই তিনি কুমিল্লাবাসীর প্রতি আহবান জানান সরকারের নির্দেশনা অনুযায়ী সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন। জীবনুনাশক ছিটানো ও পরিচ্ছন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক জসিম উদ্দিন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.