কুমিল্লা মাদক কারবারিদের গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইল সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। কুমিল্লা বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গং এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার ভাই নিহত হন।

জানা যায়,মহিউদ্দিন সরকার নাঈম আনন্দ টিভির বি-পাড়া প্রতিনিধি ও স্থানীয় পত্রিকায় কাজ করতেন। সম্প্রতি সময়ে সে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সিপাহী হিসেবে চাকুরী হয়েছে বলে জানা গেছে।

তার পিতা ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় এসআই হিসেবে কর্মরত আছেন বলে জানা যায়।

সূত্রে জানায়,কুমিল্লার বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গং এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়েছে। আজ রাতে সীমান্তে মাদক ও চোরাকারবারির তথ্য সংগ্রহ করার জেরে এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন গুলিবিদ্ধ হন।

পুলিশ সাংবাদিক মহিউদ্দিন লাশ উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.