কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল করোনায় আক্রান্ত

স্বাস্থ্য

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল করোনায় আক্রান্ত
কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও তাঁর অফিসের তিন জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৩ মে তিনি নমুনা টেস্ট করেন ফলাফল পজেটিভ আসে। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, তিনি ভালো আছেন, সকলের দোয়া চেয়েছেন। তাঁর অফিসের পিআইও পজেটিভ আসার পর তিনি টেস্ট করান।
কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে।
করোনা সংক্রমিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী কোয়ারেন্টাইনে আছেন। একই ঘটনায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় নমুনা টেস্ট করার পর তিনিও কোয়ারেন্টাইনে যাবেন।
আজ কুমিল্লা জেলায় মোট ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা শহরের বজ্রপুরে করোনায় মারা যাওয়া সিমেন্ট ব্যবসায়ী, সুয়াগাজী রাহাত ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুসের গ্রামের বাড়ি হেমজোড়ায় আরো ৬ জন আক্রান্ত। এর মধ্যে মরহুম আবদুল কুদ্দুসের ভাই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.