খুলনা’র বটিয়াঘাটায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য প্রার্থী সাবেক সচিব ড.প্রশান্ত রায়’র গণসংযোগ

রাজনীতি

মোঃ খাইরুজ্জামান সজিব :
খুলনা’র (বটিয়াঘাটা-দাকোপ) খুলনা – ১ আসন আ’লীগ থেকে ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য প্রার্থী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সাবেক সচিব ড.প্রশান্তকুমার রায় গত পরশু শুক্রবার বিকাল ৫ টায় থেকে পর্যায় ক্রমে উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়ন পরিষদ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন । বিকাল ৫ টায় ভান্ডারকোর্ট ফুটবল একাদশ বনাম ঝাঁলবাড়ি ফুটবল একাদশ’ মধ্যকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । পরবর্তীতে সন্ধ্যা ৬ টায় ভান্ডারকোর্ট ইউনিয়ন পরিষদের স্থানীয় কুট্টিহাট -বাজারে গণসংযোগ করে আ’লীগ সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং কুশল বিনিময় করেন । অপরদিকে একই দিনে উপজেলার জলমা ইউনিয়নের জলমা-কচুবুনিয়া সঃ প্রাঃ বিদ্যালয় মাঠ সংলগ্ন কালি মন্দির চত্বরে অনুষ্ঠিত ২ শত বছরের প্রাচীন ঐতিহ্য শ্রী শ্রী জলমাশ্বরী কালি মন্দিরে বাৎসরিক রক্ষা কালি পূজা উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধনী দিনে রাত ৮ টায় “ভিখারি ঈশ্বর” সামাজিক যাত্রাপালার মঞ্চে প্রধান অতিথির বক্তৃতা করেন ড.প্রশান্ত কুমার রায় । মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবঃপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবঃপ্রাপ্ত শিক্ষক হরিদাস রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী,জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায় , উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায় । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোবিন্দ মল্লিক, অরবিন্দু মহলদার, নিখিল চন্দ্র মল্লিক,বিপ্লব মল্লিক, বিধান হালদার,গৌর পদ মল্লিক, মিলন রায় চৌধুরী,প্রদীপ কুমার টিকাদার,সুকন্ঠ রায়,নিলাবতী মিস্ত্রী,বিকর্ণ গাইন, নিতিশ মল্লিক, গোপাল রায়, সবুজ মিস্ত্রী,মিন্টু হালদার প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.