মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা(খুলনা) থেকে :
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তন, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো- অপারেশনের তত্ত্বাবধায়নে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওত্তায় অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী।প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন জেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য এ্যাডঃ সেলিনা আক্তার পিয়া, সাধারন সম্পাদক আকলিমা খাতুন তুলি, বটিয়াঘাটা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, অপরাজিতা ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার। প্রশিক্ষণে আরো উপস্থিত থাকেন উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অপরাজিতা ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার,সহ- সভাপতি রমা রানী মন্ডল,মনোয়ারা খাতুন শিউলী, সহ – সম্পাদক রুনা বেগম,কোষাধ্যক্ষ শ্যামলী সুতার,সওদা বেগম, মারুফা বেগম,মিনারা আজাদ,বন্দনা রায়,মমতা বিশ্বাস,ভারতী ঢালী।রূপান্তরের অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ,এডভোকেসি এবং নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, জেলা সমন্বয়কারী দীপ্তি রায়।