খুলনা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-১আসনে জনপ্রিতার শীর্ষে রয়েছেন নীলিমা চক্রবর্তী

অন্যান্য

মােঃ খাইরুজ্জামাব সজিব :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২ কে সামনে রেখে খুলনা জেলা পরিষদে সংরক্ষিত
মহিলা আসন-১,এর-১,২,৩ নং ওয়ার্ড সদস্য পদে অথাৎ দাকোপ,কয়রা পাইকগাছার ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীলিমা চক্রবর্তী। তিনি সংরক্ষিত
মহিলা আসন-১এর১,২,৩ নং ওয়ার্ডে সদস্য পদে মাইক প্রতীক
নিয়ে লড়ছেন । তিনি আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের ভােটারদের কাছে ভোট দোয়া আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেছেন। গনমাধ্যমও সামাজিক মাধ্যম ফেইসবুক প্রেরিত বার্তায় নীলিমা চক্রবর্তী বলেন,মাইক আমার নির্বাচনী প্রতীক। আমি আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা
আসন-১ এর ১,২৩ নং ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৭ ই অক্টােবর
অনুষ্টিত নির্বাচনে মাইক প্রতীক নিয় প্রতিদ্বন্দ্বিতা করছি। নীলিমা চক্রবর্তী জনপ্রিয়তার শীর্ষ অবস্থান নিয়েছেন। ১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্থরের ভোটারদের সম্মতিতে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন
নির্বাচনের। ভোটারদোট মধ্যে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা
কে হবেন জনগণের ক্যাঙ্খিত প্রতিনিধি এমনটাই আলোচনা রাস্তাঘাটে চায়ের আড্ডায়ও ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাও পাড়া মহল্লায় এ চায়ের চুমুকে ঘুরে ফিরে
নির্বাচনের গুঞ্জন শুরু হয়েছে পুরো দমে দাকোপ,কয়রা পাইকগাছা উপজেলার ১,২৩ নং ওয়ার্ডের ভোটাররা জানান, হাস্যজ্জল,সৎ,সাহসী,মেধাবী ব্যাক্তিত্য কয়রা উপজেলার ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সাবেক বার,বার নির্বাচিত ইউপি সদস্য নীলিমা চক্রবর্তী আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে
সংরক্ষিত মহিলা আসন-১ এর
১,২৩ নং ওয়ার্ডের সদস্য পদ
প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। শক্ত অবস্থানেও রয়েছেন তিনি গুঞ্জন শোনা যায় এখন পুরোদমে ১,২,৩ নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে
থেকে।এছাড়াও সংরক্ষিত মহিলা আসন-১ এর ১,২,৩ নং ওয়ার্ডের
সদস্য পদ প্রার্থী নীলিমা চক্রবর্তী
ভােটার সহ- সর্বস্থরের মানুষের কাছে সহযোগিতা আর্শীবাদও দোয়া কামনা করেছেন। ইতি মধ্য কয়রা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী সহ- অঙ্গ- সংগঠনের রাজনৈতিক ব্যাক্তিও এলাকা বাসীর কাছ থেকে আস্থার প্রতিক হিসেবে
ব্যাপক পরিচিতি লাভ করছেন তিনি। সৎ আদর্শও ন্যায় নীতির মধ্যে দিয়ে তাঁর নির্বাচনী এলাকার
মানুষের পাশেই থাকাই তাঁর লক্ষ্য
আর এসব কারনেই তাঁর-১,২,৩ নং
ওয়ার্ডের ভোটাররা সহ- সর্বস্তরের জনগণ খুলনা জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত দেখতে চান তাকে। ১,২,৩ নং ওয়ার্ডের ভোটাররা সাংবাদিকদের জানান,তিনি অত্যন্ত ভদ্র বিনয়ী সৎ সাহসী অসহায়,হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশায় বিপদে আপদে সর্বদা পাশে থাকেন তিনি।
বিবেকের ব্যাকুলতায় নিজ সার্মথ্য অনুযায়ী যখন যেভাবে পারেন অসহায়দের পাশে দাঁড়িয়ে কোমল দুহাত। বাড়িয়ে দেন তিনি,জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শেও মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববােধের
গভীরতার টানে তিনি নিজেকে জড়িয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে। আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের ভোটারদের চাওয়া ও সম্মতিতে আমি সংরক্ষিত মহিলা সদস্য পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি।

আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের ভোটারা যদি আমাকে মাইক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই ১,২,৩ নং ওয়ার্ডের যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করার চেষ্টা করবো।
মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত ১,২,৩ নং ওয়ার্ড গরবো। সর্বস্তরের ভোটারদের প্রতি আমার আহ্বান সবাই’র সহযোগিতা পেলে তাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।এবং ১৭ ই অক্টোবর মাইক প্রতিকে ভোট ও সহযোগিতা কামনা করেন। তিনি সকলের কাছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.