খুলনা বাটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত

অন্যান্য

মো.খাইরুজ্জামান সজিব :
গতকাল ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজবাঁধ চৌরাস্তা মোড়ে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাবেক চেয়ারম্যানও আওয়ামী মৎস্যজীবি লীগ খুলনা জেলা শাখার অন্যতম প্রভাবশালী যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল গফুর মোল্যা উদ্যোগে দিন ব্যাপী কুরআন খতম দোয়া মাহফিলও অনুষ্টিত হয় উক্ত দোয়া মাহফিলে গরীব দুস্তদের মাঝে তবারক বিতরন করেন ১নং জলমা ইউনিয়ন থেকে বার,বার নির্বাচিত সুনামধন্য সাবেক সফল চেয়ারম্যানও খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ন- আহবায়ক মোঃ আব্দুল গফুর মোল্যা এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়নের ১,২,৩, নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি মহিলা সদস্য পিয়ারা বেগম ও ১নং জলমা ইউনিয়ের ১নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আরো অনেকে এসময় সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মোল্যা তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রুপকার। এ অবিসংবাদিত মহাপুরুষের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। তাঁর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন দেশ এবং স্বাধীন জাতির মর্যাদা। শুধু তাই নয়, বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত অস্তিত্ব ও বিশ্ব পরিমণ্ডলে আমাদের গৌরবজনক পরিচিতি এ মহান নেতার অবদান। তিনি বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.