গাইবান্ধা পলাশবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

অন্যান্য

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে এ দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ,উপজেলা পরিষদ, পলাশবাড়ী পৌরসভা, উপজেলা প্রশাসন ,থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ , উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীসহ বিভিন্ন্ সামাজিক পেশাজীবী সংগঠন ।

পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উপজেলা টাউন হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদুৎ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, থানা অফিসার ইনর্চাজ মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল,রিপোটার্স ইউনিটির সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,জাতীয় শ্রমকিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্তসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীয় অংশ গ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.