রবিউল আলম, গাজীপুর থেকে :
গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ৪৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।
গত (০৬মার্চ রবিবার) র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলা হতে ০১টি প্রাইভেটকারযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা নিয়ে রাজধানীর ঢাকা হয়ে গাজীপুর জেলার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০৬ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬ঃ৫৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোড পুলিশ বক্সের ৩০ গজ দক্ষিণে ডলির চায়ের দোকানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ আল আমিন (২৮), পিতা-মোঃ শাহাবুদ্দিন, জেলা-নারায়ণগঞ্জ ও ২) মোঃ আলী (৩৫), পিতা-মৃত আব্দুল আলী, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪৮ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকার, ০৪ টি মোবাইল ফোন ও নগদ ১,০০০/- টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুর মহানগরীসহ আশপাশের এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।