বিশেষ প্রতিবেদক :
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ১ং ওয়ার্ড দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এ কিছু ভুমিদস্যু জোরপূর্বক জমির কেয়ারটেকারকে মারধর করে অনধিকার প্রবেশ করে ঘরের জানালা দরজা ভাংচুর করে এমন অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়,মোঃ ইলিয়াস তালুকদার গাজীপুর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং মৌজাঃ দক্ষিণ পানিশাইল সাকিনে এসএ-৩৬নং,আরএস – ১৯,খতিয়ানভুক্ত এসএ -১১৬নং আরএস-২৭৯ নং দাগে পলাশ গৃহ সমবায় সমিতি লিঃ এর ৯১ নং প্লটের ০৮.৪৮ শতাংশ জমি ক্রয় করে টিনসেট ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসিতেছিল।আর এই টিনসেট ঘড়ে কেয়ারটেকার বিটু মন্ডল ও শুভ দেখাশোনা করার দায়িত্বে ছিলেন। হঠাৎ গত ১০/০৪/২০২২ ইং তারিখে সাইফুল ইসলাম ও মোশারফ মৃধার নেতৃত্বে ১২/১৫ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের হাতে থাকা দা এবং রামদা দিয়ে টিনসেট ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ঘরের দরজা জানালা ভাংচুর করেন,কেয়ার টেকারকে তাহাদের হাতে থাকা লোহার রড কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নিলাফোলা জখম করে দ্রুত চলে যায়,পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। গত ১১/০৪/২০২২ ইং তারিখে সকাল ৮ টার সময় হতে ইলিয়াস তালুকদার এর কেনা ইট বালু সিমেন্ট দিয়ে নির্মান কাজ শুরু করেন।পরে মহিলা কাউন্সিলর সামনে আমি কাজে বাধা প্রদান করলে ইলিয়াস তালুকদার হুমকি দিয়ে জমি থেকে বের করে দেন।সেই থেকে প্রতিটা মুহুর্ত আতংকে দিনযাপন করছেন ইলিয়াস তালুকদার।উক্ত বিষয়ে সঠিক বিচারের আশায় ও জীবনের নিরাপত্তাহীনতার কারনে আইনি সহযোগিতা চেয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, পর্ব ১ চোখ রাখুন দ্বিতীয় পর্বে ভূমিদস্যুদের ছবি সহ নিউজ প্রকাশিত হবে।