চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর মৃত্যুতে স্বামী আটক

অন্যান্য

কামরুল হাসান রবি :
চাঁদপুরের শাহরাস্তিতে এক দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ওই মৃত্যু নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে নানান কথা চাউর হচ্ছে।

শাহরাস্তি উপজেলা পৌর শহরের ৭নং ওয়ার্ডের পশ্চিম নিজমেহার রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানায়, ১০বছর পূর্বে ওই বাড়ির আমির হোসেনের পুত্র মোঃ নূরুল ইসলাম (৩৫)সঙ্গে রায়শ্রী দক্ষিণ ইউপি’র ঘুঘুরচপ গ্রামের ডাঃ আব্দুল মালেক মিয়া বাড়ির রুহুল আমিনের মেয়ে খালেদা আক্তার (কমলা) (২৮) বিবাহ হয়। তখন স্বামী নুরুল ইসলাম পৌর শহরের ঠাকুর বাজারে মিম ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠান খুলে উপার্জন বাড়িয়ে সংসারের সুখ স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে চেষ্টা করেন। এরই মধ্যে ওই দম্পতির কোল জুড়ে মাহি (৮) নাহিদ (৪) নামে দুটো পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে উঠে।

গত সোমবার (২৫ মে) গৃহবধু কমলা রাতের খাবার খেয়ে পানি পান করে হঠাৎ অসুস্থততা বোধ করে। পরে তার শ্বশুরালয়ের স্বজনরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে। পরে করোনা ভীতিতে ওই রাতে প্রাথমিক চিকিৎসা করিয়ে গৃহবধূ কমলাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। একই ভাবে গত বৃহস্পতিবার (২৮মে) আবার সে অসুস্থতা বোধ করলে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।ওই সময় কর্তব্যরত ডাক্তার রোগী কমলার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোররাত গৃহবধূ স্বাস্থ্যের অবনতি হলে স্বজনরা দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পরে ভোর ৫টায় পথিমধ্যে গৃহবধু কমলার মৃত্যু হয়।

এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্বজনরা দ্রুত মরদেহ শ্বশুরআলয় নিয়ে আসে। ওই মৃত্যুর কথা এক-কান দু-কান করে স্থানীয়দের মাঝে চাউর হলে বেরিয়ে আসে নানান কথা। একপর্যায়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি শাহরাস্তি থানার পৌঁছালে ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম উপ-পরিদর্শক ইদ্রিস মিয়া ও গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স ওই স্থানে হাজির হয়ে সুরতহাল সংগ্রহ শেষে মরদেহ থানায় নিয়ে আসে। কেউ বলছে পরকীয়ার বলি, আবার কেউ বলছে রাতে খাবারে ভেজাল ছিল। আবার অনেকে মন্তব্য করছেন, কমলার স্বামী নুরুল ইসলাম পার্শ্ববর্তী বাড়ির স্থানীয় হাসপাতালে কর্মরত স্বামী পরিত্যাক্তা এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত রয়েছেন। এতে ওই গৃহবধূর এই পরিণতি।

শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, স্ত্রীর মৃত্যুতে স্বামী নুরুল ইসলামের প্ররোচনায় দায়ে তাকে আটক করা হয়েছে।

নিহত গৃহবধূর পিতা রুহুল আমিন জামাতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করে ।

Leave a Reply

Your email address will not be published.