টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

মোঃ ইয়ামিন মিয়া টাঙ্গাইল(ভূঞাপুর) :
গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ঘাটাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ০৬ জুন ২০২২ইং তারিখ সোমবার, বেলা ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে এ সম্মেলন পরিচালিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী ছিলো ০৫ জন, বর্তমানে তিনি (লেবু) সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলো ১৩ জন। সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুর রহিম মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডঃ আব্দুর রাজ্জাক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা একুণে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক সভাপতি, টাংগাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও টাংগাইল জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা একুণে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা। বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম এমপি। বক্তৃতায় ছিলেন, টাংগাইল জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এমপি। টাংগাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি। আরো বক্তব্য রেখেছেন, টাংগাইল জেলা আওয়ামীলীগ ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত সম্মেলনে সকলের সানুগ্রহ উপস্থিতি ও অংশগ্রহণ ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগ জনগণকে অনুপ্রাণিত করেছে।

Leave a Reply

Your email address will not be published.