সুচিত্রা রায়, আশুলিয়া থেকে :
সারা পৃথিবী জুড়ে করোনার মহামারী চলছে, সংবাদপত্র শিল্পে এমন অকাল কখনোই আসেনি।খবরের ঢালী নিয়ে যারা রোজ সকালে ঘরে ঘরে হাজির হন তাদের খবর কেউ রাখে না।তাইতো স্বজাতির পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা।ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির লিঃ এর নবীনগর সেন্টারে কর্মরত হকার ভাইদের মাঝে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মোঃ মোজাফফর হোসেন জয়, এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক খোকা মুহাম্মদ চৌধুরী, সমাজকর্মী সিরাজুল ইসলাম নয়ন, ভূঁইয়া ও সেন্টার দায়িত্বপ্রাপ্ত মোঃ নেছার উদ্দিন। এ সময় মোঃ মোজাফফর হোসেন জয় বলেন, অন্যান্য শ্রেনী পেশার মানুষের মতো সংবাদপত্র শিল্পে কর্মরত হকার ভাইরা পরিবার পরিজন নিয়ে অভাবনীয় কষ্টে দিনযাপন করছে।নিজেদের উদ্যোগে সহকর্মীদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা দেখে ভালো লাগলো ।এভাবে যার যার সামর্থ্য অনুযায়ী সবাই যদি মানবতার পাশে দাঁড়াই তাহলে করোনার কারণে সৃষ্ট ভয়াবহ এই আর্থিক দূর্যোগ আমরা অবশ্যই কাটিয়ে উঠতে পারবো।