ঢাকার সাভারে অবৈধ অনলাইন টিভি চ্যানেলের ৪ সাংবাদিক আটক

অপরাধ

সাভার প্রতিনিধি :
সাভারে অবৈধভাবে অনলাইন টিভি চ্যানেল চালু করে প্রতারণার অভিযোগে “নিউজ টিভি বাংলা” নামে একটি
ভুয়া অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালিয়েছেন র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল। এসময় অফিস থেকে
আটক করা হয়েছে অনলাইন টিভি চ্যানেলটির প্রধান ও প্রতারক দিদারুল ইসলাম দিদারসহ মোট ৪ জনকে।
এদের মধ্যে দুই জন নারীও রয়েছে। এছাড়া অফিসে তল্লাশী চালিয়ে ইয়াবা, বিদেশী মদও পাওয়া গেছে বলে
জানিয়েছে র‌্যাব-৪।
গত শনিবার সন্ধ্যার পর সাভারের হেমায়েতপুরের মোল্লা মার্কেটের তৃতীয় তলায় ওই অবৈধ অনলাইন টিভি
চ্যানেলের অফিসে অভিযান চালায় র‌্যাব-৪।
র‌্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের এএসপি উনু মং জানান, দীর্ঘ দিন ধরে প্রতারক দিদার ও তার সহযোগীরা
সাভারের হেমায়েতপুরে একটি অফিস ভাড়া নিয়ে সাংবাদিকতার নামে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে
আসছিল। শুধু তাই নয়, চক্রটি দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের নাম করেও টাকা হাতিয়ে নিত
বলে অভিযোগ ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক দিদারের মালিকানাধীন অবৈধ ও ভুয়া
অনলাইন টিভি চ্যানেল “নিউজ টিভি বাংলার অফিসে অভিযান পরিচালন করা হয়। অভিযান থেকে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় প্রতারক দিদারসহ ৪ জনকে আটক করা হয়। এসময় অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা ও অর্ধেক বোতল বিদেশী মদ পাওয়া যায়। পাশাপাশি জব্দ করা হয় অফিসে ব্যবহৃত
কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ। আটকদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে
জানিয়েছে র‌্যাব।
এদিকে, র‌্যাবের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে প্রথম সারির গণমাধ্যমের সাভারে কর্মরত সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.