ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা তানভীর আহমেদ রোমান ভুইয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

অন্যান্য

মানসুরা আক্তার কাকলী :
সারা বিশ্বের সাথে দেশজুড়ে চলমান করোনাভাইরাস এক আতংকের নাম। এসময় খেটে খাওয়া কর্মজীবী অসহায় মানুষ ঘর থেকে বেরহতে না পারার কারনে পর্যাপ্ত কাজ-কর্ম না থাকায় ক্ষতিগ্রস্থ দিনমজুরসহ কর্মহীন জনসাধারণের মাঝে সম্পুর্ন ব্যাক্তিগত উদ্যোগে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন ঢাকা আশুলিয়ার সর্বোচ্চ করদাতা মোঃ রোমান ভুইয়া আজ বৃহস্পতিবার ২রা এপ্রিল ২০২০ইং বিকালে আশুলিয়ার জামগড়া এলাকার ভুইয়া পাড়া নিজ বাড়িতে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করেন
এ সম্পর্কে সংবাদ সংগ্রহকালে জানা যায়, আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কর্মহীনতার কারনে ক্ষতিগ্রস্থ ও হত দরিদ্রদের মধ্যে প্রায় ৫০০ পরিবারকে পর্যায়ক্রমে এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সকল দ্রব্যাদির মধ্যে রয়েছে চাল, ডাল, আলু,পেঁয়াজ, সয়াবিন তেল ইত্যাদি।এই মহত উদ্দ্যোগ সম্পর্কে জানতে চাইলে, খাদ্য বিতরন কার্যক্রমের সময় উপস্থিত করোনাভাইরাস আতংকের কারনে যারা কাজ করতে পারছেন না তাদের মাঝে অন্তত দুবেলা খেতে পারেন সেকারনে নিজ ভাড়াটিয়াদের মাঝে ও প্রতিবেশিদেরকে এ সকল খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
এসময় সাংবাদিক এর প্রশ্নের জবাবে তিনি বলেন তার ব্যাক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী কর্মহীন শ্রমিকদের মাঝে বিতরণ করছেন। দেশের এই সংকটকালে দরিদ্র জনগোষ্টীকে সাহায্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই খাদ্য সামগ্রী বিতরন করা হয় । তিনি আরও বলেন ভবিষ্যতেও পর্যায়ক্রমে এধরণের কাজ র থাকবে।আরও বলেন , বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে চলমান করোনা ভাইরাসের আতংক ও সংকটকালে কর্মহীন মানুষজন’কে নিজের সামর্থ অনুযায়ী সামান্য সহায়তা করার চেষ্টা করছি। তিনি এসময় এলাকার লোকজন’কে অযথা বাইরে ঘোরাফেরা না করে ঘরে থাকার পরামর্শ দেন। তিনি আরোও বলেন, দেশের প্রত্যেক স্বচ্ছল বিত্তবানদের অসহায় গরীব মানুষের পাশে থাকার আহব্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ,সিদ্দিকুর রহমান বাবু, জিয়াউর রহমান, মিরাজ, মাসুম, তাইজুল ইসলাম ও আয়নাল ভুইয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ ,

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.