তদন্ত ছাড়াই সাংবাদিক নেতার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় জোড়া মামলা

অপরাধ গণমাধ্যম জেলার খবর

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই এক জ্যেষ্ঠ সাংবাদিক নেতার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক শাহ ফয়সাল কারীম ‘দৈনিক আজকের কুমিল্লা’ ও ‘দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি এবং সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি। গত ২০ ডিসেম্বর রাতে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় তাকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের বিরুদ্ধে এমন গায়েবি ও হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় কুমিল্লার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

ঘটনাটি জানার পর ভুক্তভোগী সাংবাদিক শাহ ফয়সাল কারীম বিষয়টি সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাকে অবহিত করেন। এ বিষয়ে ওসি তাকে আশ্বস্ত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে মামলা থেকে তার নাম বাদ দেওয়া হবে।

এদিকে বিনা তদন্তে সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াছমিন রিমা, সহ-সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘‘যুগ যুগ ধরে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এমন মিথ্যা মামলা ও হয়রানির অপসংস্কৃতি চলে আসছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’’

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, ‘‘একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো জঘন্যতম অপরাধ। প্রশাসন অবিলম্বে এই মামলা প্রত্যাহার করবে বলে আমরা আশা করি।’’

এছাড়া কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হুশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.