দেশে নকল ওষুধ বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর- স্বাস্থ্যমন্ত্রী

অন্যান্য

নিউজ ডেস্ক :
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে নকল-ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে কঠোর শাস্তির বিধান রেখে প্রস্তাবিত ঔষধ আইন অনুমোদন প্রক্রিয়াধীন আছে।

রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, সম্প্রতি ৪৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। আনুমানিক ৩১ কোটি ৭৬ লাখ টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আনুমানিক ৪৬ কোটি ৬২ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওষুধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.