হালিম সৈকত, কুমিল্লা :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করা, সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি, করোনা কালীন সময়ের বীরত্ব, সাহসিকতায় এবং মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্বিতীয়বারের মতো জাতীয় “শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য-২০২২ইং নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রধান সমন্বয়ক
মোঃ সবুজ মিয়া।
এই জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন , কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ সবুজ মিয়া।
আজ ২৯ অক্টোবর শনিবার কুমিল্লা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ইং উদযাপন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান’র হাত থেকে বাংলাদেশ পুলিশ প্রধান জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর স্বাক্ষরিত শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন মোঃ সবুজ মিয়া। সবুজ মিয়ার এই অর্জনে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং তিতাস থানার সভাপতি মোঃ পারভেজ হোসেন সরকার ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস ও ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত।