মোহাম্মদ আলী সীমান্ত :
গাজীপুরের কাশিমপুর কারাগারে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে একটি প্রিজন ভ্যানে করে ৬টা ৫৫ মিনিটে আনা হয়েছে । কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সুপার আব্দুল জলিল পরিমনিকে কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এর আগে দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত । আদেশের পর তাকে শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার নেয়া হয় । পরিমনিকে দেখতে, হাজার হাজার উৎসুক জনতা ও পরিমনির ভক্তরা কাশিমপুর কেন্দ্রীয় কারা গেইটে অবস্থান করেন।