নোয়াখালী বেগমগঞ্জ এলাকার সাধারণ মানুষ এখনো জলাবদ্ধতার কবলে

অন্যান্য

মোঃ আলাউদ্দিন লিংকন :
নোয়াখালীর সাম্প্রতিক বন্যার পানিতে ভাসমান জেলার উত্তরা অঞ্চলের বাড়ি ঘর জনগণ এমতাবস্থায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বড়পু়লের নিচ দিয়ে উত্তর ও দক্ষিণে প্রবাহিত নোয়াখালী খালের উপর ফেলা বাজারের ময়লা আবর্জনার।খালের উপর ফেলে গজানো বন্যা ঘাস দেখুন যার উপর দিয়ে।সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে যাহা উত্তরের বন্যার জল দক্ষিনে।সাগরে প্রবাহের প্রধান বাধা হয়ে আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে নোয়াখালী খালের চৌমুহন বড় পু়লেরব গোড়ার দুইদিকে জমানো ঘাস দ্রুত পরিষ্কার করা জরুরী বলে মনে হচ্ছে এ বিষয়টি দেখার যেন কেউ নেই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ও আমাদের ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়টি যাতে সরজমিনে দেখে যারা সরকারি খাল দখল দিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছে ও খালের উপর বিরিজ বানিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.