মোহাম্মদ আলী সীমান্ত :
গত ৭ আগস্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী করোনা টিকাদান কর্মসুচীর অংশ হিসেবে গাজীপুরের কাশিমপুরেও টিকাদান অব্যাহত রয়েছে ৷সেই ঘোষণার প্রতিফলন হিসাবে কাশিমপুর লতিফপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠ কেন্দ্রে টিকাদান কর্মসুচী পালন করা হয়েছে ৷ এই টিকাদান কর্মসূচিতে ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মন্তাজ উদ্দিন মন্ডল এর উদ্যোগে এবং ২নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ ও কাশিমপুর প্রেসক্লাবে সভাপতি আলহাজ্ব মনির হোসেন মন্ডল এবং কাশিমপুর থানার এস আই দীপঙ্কর সহ সেচ্ছাসেবক হিসাবে সকলে দ্বায়িত্ব পালন করেন। এছাড়াও ওয়ার্ড সচিব এবং আরো স্হানীয় নেতাকর্মী গন সার্বিক সহযোগিতা করেন ৷ সকাল দশটা থেকে গণ হারে প্রতিদিনই টিকাদান কর্মসুচী চলছে ৷প্রথমে বয়স্কদের টিকা গ্রহন এবং পরে ২৫ বছরের বয়সের বেশি যাদের বয়স তাদেরকে টিকা আওতায় আনা হচ্ছে। এই টিকাদান কল্পে চারজন নার্স কাজ চালিয়ে যাচ্ছেন,