মোঃ রাকিব মাহমুদ ডাবলু :
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে প্রতিবেশির শত্রুতার জেরে কৃষকের গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বত্তরা ।
রবিবার রাত আনুমানিক রাত ১১টায় এই ঘটনা টি ঘটে। কৃষক গোয়ালের মালিক মো: মোকলেছ মন্ডল দেখেন যে তার গোয়াল ঘরে আগুন জ্বলছে অনেকে বলছে কয়েলের আগুন কিন্তু তিনি বলছেন যে আগুন উপরে জ্বলছিলো।
তিনি গোয়াল ঘরেই শুয়েছিলেন।তিনি তার বিছানা থেকে উঠে চিৎকার করেন। কিছু গরু বাছুর হাঁস মুরগি ছাগল এবং ভেড়া বের করতে সক্ষম হলেও ১টি গরু বের করতে পারেনি , এর মধ্যই আগুন ছড়িয়ে যায় পাশের গোয়াল ঘরে মো: রফিক মন্ডলের গোয়াল ঘরে।তারও ১টি গরু শেষ পর্যন্ত রক্ষা হয় নি। চিৎকার শুনে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিয়ন্তণে আনা হয়
২টি গরুর দাম ছিল ১ লক্ষ টাকার অধিক।এছাড়া গোয়াল ঘর সহ ক্ষতির পরিমাণ ২লক্ষ টাকার বেশি।২ জনই কৃষক দিন মজুর হিসেবে সমাজে বসবাস করেন।তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মো: আব্দু মোমিন (সাবেক ইউপি মেম্বার) ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন এবং তাদের পাশে সমাজের সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি ব্যক্তিগত হাবে সাহায্য করার আশ্বাস দেন।